বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা এর আয়াজনে ৩০/০৬/২০২২ তারিখে মায়ামী-২ রিসোটের হল রুমে, কুমিল্লা অঞ্চলে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কুমিল্লা অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃষক প্রতিনিধি, উপসহকারী কৃষি অফিসার, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দেশের খাদ্য ভান্ডারকে পরিপূর্ণ করে পুষ্টি সমৃদ্ধ এবং অধিক উৎপাদনশীল নতুন জাতের ধানের আবাদ বৃদ্ধি করা কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. মোঃ শাহজাহান কবীর, মহাপরিচালক, ব্রি, গাজীপুর। তিনি বলেন, বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এ বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ইতি মেধ্যে পুষ্টি সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল কয়েকটি ধানের জাত উদ্ভাবন করেছেন্ এর মধ্যে বঙ্গবন্ধু ধান১০০ উল্লেখযোগ্য। তিনি বলেন ব্রি, উদ্ভাবিত সব মৌসুমের জন্যই অধিক ফলনশীল ধানের জাত রয়েছে, শুধু আধুনিক প্রযুক্তি গ্রহন করে চাষ করলেই আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, ড. মোঃ রফিকুল ইসলাম, সিএসও এবং প্রধান, ব্রি, কুমিল্লা। সভাপতির বক্তব্য রাখেন-কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পরিচালক (ভা:প্রা:), ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক, (গবেষণা), ব্রি, গাজীপুর; মো: আব্দুর রশীদ, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া; মোঃ রবিউল হক মজুমদার, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, চট্টগ্রাম।